ভাবনা গুলো উঁকি মারে চিলেকোঠা পেরিয়ে,
অভিমানের মেঘ সুখের বদলে চেয়েছে সাহচর্য,
দমকা হাওয়ায় ইচ্ছে ঘুড়ি কাটায় সখের বন্দীদশা,
নিষেধের বেড়াজালে লুকিয়ে রাখে জ্যামিতিক ফাটল।
ঝড়ের পরেও পড়ে থাকে অনুষঙ্গ হিসেবে-
কিছু স্মৃতি, সবটাই যায় না মুছে,
বিক্ষিপ্ত আলোয় খুঁজি চুলচেরা আঁধার,
চুপিসারে জোনাক সুখের সখ্যতায় কাটে বন্ধ্যা প্রহর।
সময়টাকে ধরে রাখি খোশমেজাজি হলুদ বসন্তে,
ক্ষতগুলো সেঁকে রাখি নিশ্ছিদ্র নিশ্চিত জতুগৃহে,
গুমোট মেঘ সরে ভরে দিক নরম আলো,
দুরূহ কথার বাঁকে জেনে নিই ঠিকানার হালহকিকত।
জীবন বোধে উথলে ওঠে মুক্তির অবারিত রোদে,
আবর্তিত ভাবনার পালক দিনলিপি লেখে…….