জানতাম ভক্তের করুণ আর্তিতে সাড়া দেন ঈশ্বর,
বিশ্বব্যাপী চলছে আতংকের মৃত্যুমিছিল,
হে দয়াময় ঈশ্বর, কোথায় তুমি এখন ?
তোমাকেই এখন খুব খুব দরকার,
নানা উপাসনালয়ে নিরন্তর খুঁজছি তোমায়,
সব পড়ে আছে তালাবন্ধ, নির্জন,
দায়িত্বপ্রাপ্ত যারা আমাদের ভালো – মন্দের,
তারাও সরতে সরতে আরও সরে গেছে,
দায়িত্বের ভাগাভাগি করতে ব্যস্ত তারা,
আমরা ভাগের মা হয়ে রইলাম।
আমরা হাঁটছি, আমরা চলছি কোন্ অজানায়,
মৃত্যু আমাদের সামনে ও পিছনে,
একদিকে ভয়ংকর ভাইরাস, অন্যদিকে আগুনে ক্ষুধা,
চলছে এক অঘোষিত প্রতিযোগিতা,
কে আগে নেবে মোদের প্রাণ।
চরম অস্তিত্ব সংকটে যখন মোদের বর্তমান,
ভাগ্যবিধাতারা গড়ছেন স্বপ্নের ভবিষ্যৎ সোপান,
ফাঁকতালে এবারও বেঁচে গেলেন মহান তারা,
আমরা থাকলাম সেই চিরকালীন সর্বহারা।।