সবার কন্ঠে জয়ধ্বনি, সবাই টানছে রথ
ধুলায় ভরে আকাশ বাতাস, ধুলায় ভরা পথ।
দূর থেকে দেখে কালু, হাবল-অবাক তাদের দৃষ্টি
রথে বসে তারণহার, বিশ্ব জগত সৃষ্টি।
সবাই চাইছে টানতে রথ, ধরতে রথের দড়ি
রাজা মহারাজা সাজগোজ করে, দারুণ আহামরি।
পাপী’রাও সব জাপ্টে ধরছে, করতে পাপক্ষয়
রথের দড়িতে হাত লাগিয়ে, দারুণ কষ্ট সয়।
রমেনের বাবা দড়ি ছোঁবে বলে, এসেছে হেথায় আজ
পক্ষাঘাতে পঙ্গু রমেন, পা দুটি করেনা কাজ।
ভিড়ের মধ্যে দুই পা বাড়িয়ে, ধরতে গিয়েছে দড়ি
পিছন থেকে হঠাৎ পড়লো, পুলিশ ভায়ার ছড়ি।
জগতের নাথ এগিয়ে চলেছেন রথের দড়ির টানে
পারিষদ সব প্রার্থনা করে, নানান মন্ত্রে গানে।
ছড়ির ঘায়ে কষ্টকাতর, আশা সব হয় ম্লান
দড়ির টানে’তে এগিয়ে চলেছেন, ভক্তের ভগবান।।