বিশুদ্ধ বিশ্বাসের বিন্দু বিন্দু ঘামে
তৈরি হয় সম্পর্কের আকরিক ভিত ।
অদাহ্য ভিতের নাভিকুন্ড মূলে
যুগান্তের যৌগিক পরাগমিলন ।
যতই জ্বলন্ত জলবায়ু পোড়াক
চলন্ত দ্রাঘিমার ক্ষেত ,
বীজের ভিতরে আয়ুর জীবন চক্র
চির – নাতিশীতোষ্ণ থাকে ।
কখনও সখনও সন্দেহের অন্ধকূপে
পৃথিবী ডুবে গেলে ,
বৌদ্ধিক প্রমিথিউস বারংবার
সভ্যতার আলো জ্বেলে যায় !