সমস্ত শব্দের কাছেই হাঁটু মুড়ে বসি
যদিও এই সমর্পণের ভিন্ন বর্ণমালা ছিল
মুখিয়ে ছিল বহুদিনের উন্মুখ স্বপ্ন ও স্মৃতি
নিভৃত গানে গানে ছিল স্পর্শকাতর সুরও
নিজেকে অপূর্ণ ভেবে তবুও
সেই শূন্যতা করেছি বেদনা বিধুর
এমন কি স্ফুরিত রেখেছি আকাঙ্খার আকুলতা
এই তৎপরতাকে কি কিছু ফিরে পাওয়া
অথবা কিছু পেতে ফিরে আসা বলে?
তাকে বলতে পারি বরং অতলস্পর্শী উচ্চারণ
এই উচ্চারণের অন্তর্ধ্বনি শুনতে চাই বলে
সমস্ত শব্দের বোধি বৃক্ষ মূলে হাঁটু মুড়ে বসি
আমৃত্যু কাল ……।