আজকের এই সকালটা কেমন জানি
আশ্চর্য রকম সৌন্দর্য নিয়ে এলো!
কিছুক্ষণ আগেও পাখিদের নানা রকম
ডাক শোনা যাচ্ছিল,
একেই বোধহয় বলে ‘কাকলি’!
বৃষ্টি নামার সংবাদটি তাদের কানে তো
আগেই পৌঁছেছে,তাই নিজেকে আর ঘর
সামলানোর দায়ভারে এমন কূজন!
এখন এই মুহূর্তটি অবর্ণনীয় –
সুগীত এক সুরের মত!
মেঘ নিকানো আকাশ তো ছিলই,
এবার টিনের চালের উপর মেঘমল্লারে
নামলো দলবেঁধে বৃষ্টিরা!
উঠোন, চারপাশের গাছপালা,
আমার সবুজ নিকেতন ভিজে ভিজে
তার দুঃখগুলো ধুয়ে দিচ্ছে!
আমার এই ছোট্ট ঘরটাতে বসে
দেখছি বৃষ্টিকে!
বৃষ্টির শব্দ শুনছি রিম ঝিম,
দেখছি অবিরল জলের ধারা,
দেখছি তারের উপর দিয়ে বৃষ্টি
বিন্দুগুলো যেন চলেছে
একা একা অভিসারে –
কিন্তু মিলনের আগেই ঝড়ে
পড়ছে মাটিতে – হারিয়ে যাচ্ছে !
আহারে! তাইতো, যাকে পাওয়ার
কথা ছিল তাকে পাওয়া হলো না!
যাকে ছোঁয়ার ইচ্ছে ছিল তাকে
ছোঁয়া হলো না !
যাকে ধরার কথা সে অধরাই
রয়ে গেলো সারাজীবন!
এমন সময় কি চুপ করে
বসে থাকা যায়!
তাই মোমের স্নিগ্ধ আলোয়
লিখতে বসলাম!
এটা ডাইরিও না চিঠিও না,
হিজিবিজি কিছু কথা যাই হোক
তার সাথে প্রেম আমার চিরকালের!
মনের মধ্যে জমে থাকা জঞ্জাল গুলো
এই কলমের আঁচড়ে বন্দী না করতে
পারলে শান্তি নেই!
খুব বৃষ্টি হচ্ছে, এই বর্ষার সকালে
একা থাকার মজাই আলাদা!
নিজেকে নিজের খুব কাছের
করে পাওয়া যায়!
সে হয়তো অনেক সময় খুব দুঃখের স্মৃতি
কাতরতায় ভোগায়, কখনও বা ধারাপাতের
সাথে আনন্দ সুখ কে মিশিয়ে দেয়!
প্রত্যেকেরই জীবন দর্শন আলাদা আলাদা
কেউ তাকে উপলব্ধি করে কেউ বা
তা বুঝেতেও পারে না
যদিও এই বর্ষণ মুখর প্রভাতে
তার চারপাশের এই সবুজিয়া আমায়
আলাদা একটি জগৎ এ পৌঁছে দেয়!
বহুজনের মধ্যেও আমার এই একা একা
থাকার অভ্যেসটি আর গেলো না!
এটাই আমার স্বরূপ!
টিনের চালের উপর এই অবিরল
ধারাপাত আমাকে নিমগ্ন করে রাখে!
“মনে রয়ে যায় মনের কথা l”
মনের মধ্যে প্রত্যেকেরই বোধহয় একটা
আঠারো বছর লুকিয়ে থাকে,
নিজেকেই নিজে শাসন করে
চমকে উঠি, আমার ভাবনার ঘরে
এসে পড়ে সেই বন্ধুটি!
বহুদূর থেকে যেন বন্ধুটির গানের
সুর ভেসে আসে!
বন্ধু এক খন্ড শুভ্র মেঘ পাঠায়
বৃষ্টি শেষের হাওয়ায়!
তাতে বাস করে এক অনাবিল আনন্দ!
এক ঝলক মুক্তির বাতাস এনে উপহার দেয়
তাতে লেগে থাকে মুক্তির মোহন পরশ l
আমি দুহাতে আনন্দকে মুঠো
করে ধরি আর বলি –
‘এসো আমার ঘরে এসো, আমার ঘরে,
বৃষ্টি এবার থামবে! আকাশের
মুখে এক ঝিলিক রোদ্দুর!
এইমাত্র সে যেন এলো –
বৃষ্টি ভেজা তার স্বর্ণাভ শরীর নিয়ে
আমার টেবিলের কাঁপা কাঁপা
মোমবাতিটা নিভিয়ে দিলাম!
কিছু শব্দ থাকে যা উচ্চারন করা যায় না,
একান্ত কঠিন, সত্য বলে জানা যায়
তবু বলা হয় না l
হাত ধরে ময়ুর পেখম হাত ধরে
ধর্ণা রূপো জল…