মাখনের ভেতর ছুরি চালনো কি আর সব সময় হয়?
কখনও কখনও চলতে হয় উপত্যকা পথে!
যখন চরাই আর উৎরাইএ ইচ্ছেরা ঘাম হয়ে ঝরে,
তখনি বোঝা যায় হৃৎপিণ্ডের দম
মেরুদণ্ডের জোর।
উত্তরীয় গলায় হাতে মানপত্র আর মাসোহরার বিনিময়ে,
অদৃশ্য নির্দেশে যারা মোমবাতির আলোয় আলোকিত করে রাজপথ;
সত্যিকারের অশণি সংকেতে তারাই অজ্ঞাতবাসে দিন কাটায়।
তবুও মাঝে মাঝে মনে হয়,
ভোরের শুকতারার আলোয় পূব আকাশ রাঙিয়ে উঠবে নিশ্চয়ই!
যতই থাবার ভেতরে তীঘ্ন নখ থাকুক,
বুকের গভীরে কি একটুও ভালোবাসা লুকিয়ে নেই?