এখন বাতাসে বিষ
বিষাক্ত শাক – সব্জি ,
বিষে নীল হয়ে যাচ্ছে
মানুষের মন আর চোখের
জলে ধূয়ে যাচ্ছেনা অকাল
মৃত্যু , আমরা সেই
সবজান্তা পবিত্র পাপীরা
যারা পুকুর বোঝানো দেখিনা
যারা গাছ কাটলে মনে ব্যাথা পাইনা ,
স্পঞ্জ কারখানার কিংবা রাশি রাশি গাড়ির কালো ধোঁয়া
পৃথিবীর শ্বাসনালী চেপে ধরছে ।
তবু ফুর্তি বাড়ছে , হুজুগে মেতে উঠছে জনতা ,
ভিড় বাড়ছে উৎসবে , মেলায় ।
এখন বাতাসে বিষ আর নীল হয়ে যাওয়া বিষাক্ত মন –
অপরিস্কার ড্রেন , রোগ বাহিত মশা , মাছির উপদ্রবে
শুধু কান্না পাচ্ছে নিজেদের আসন্ন মৃত্যুর কালো ছায়ায় ….. ।