হাওয়ায় পেলাম বিষাক্ত আমেজ।
ঠুঁটো জগন্নাথ হয়ে ধর্মকে শাঁসালো যন্ত্র বানাতে পারি নি কোনদিন।
অভাগার কপালে দুর্ভাগ্যের কালো হাত
বরং চমকে উঠছে চারপাশের ষড়যন্ত্রে,
পাঁকের ভেতর দুটি পা দিতে আদৌ
প্রস্তুত কিনা মন
মনের ভেতর আরেক মন সেটা জানতে খুব উৎসুক।
সুবাস ছড়াব বলে গোলমেলে হাটে
আত্মাকে করেছি ব্লটিং পেপার,
শুদ্ধ চেতনার বইঠা ধরে বসে থাকতে থাকতে থাকতে
আচানক ধ্বনিত হয় পাগলা ঘন্টি—
উন্মত্ত আসামি খেপেছে আবার
গরল ছড়াবে বলে।
হাওয়ায় পেলাম অসম্ভব বিষাক্ত আমেজ।