বন্ধ দরজার বাইরেই উদার প্রান্তর –
সবুজের ঘন আঁচল জড়িয়ে
তুমি ফিরে আসো বারবার
অনুভূতির গভীরে স্বপ্ন মূর্ছনায় l
তোমাকে কোথায় রাখি বলো তো ?
হৃদয়ের কাছাকাছি গভীর স্পর্শে ?
পবিত্র প্রিয় ফুলের গোপন বাগিচায় ?
নিরন্তর অবলম্বনে অনুরাগের ছোঁয়ায় ?
তুমি ভেসে বেড়াও স্বপ্নপালকে
ময়ূরকণ্ঠী শরতের নীল আকাশে
রঙিন পালক পেখম তোলা ঐশ্বর্যে
আর আমার ফুলবিছানো বাগিচায় ..
জানি তুমি রয়েছ
সযতনে আমার গভীর মননে……