তোমার হাত করিনি স্পর্শ, অথচ শিহরণ ছুঁয়েছে
প্রাণে,সুললিত কন্ঠস্বর শুনিনি
বহুকাল,তবুও হৃদয়ে বাজছে রিনি ঝিনি
সুরের মূর্ছনা, আজো তাই কেউ কী বুঝেছে
আমায়? আমার উদ্ভ্রান্ত হৃদয় জুড়ে
সোনালি মৌমাছি ঘুরে ফিরে শুধু গুঞ্জন তোলে,
তবুও নিষেধের বাঁধন ডিঙিয়ে মন আজো দোলে
নিশীথ রাতে গহীন বনে বাঁকা চাঁদ ওঠে ঐ দূরে।
আমার হৃদয় জুড়ে তোমার যে স্থান রেখেছি
সাজিয়ে, তুমিহীনতায় আমার সমস্ত মন
ভরেছে শূণ্যতায়, তোমার প্রতীক্ষার হয়নি অবসান,
বুঝেছি সত্যটা, একটি জীবন খুব ছোট, বেঁধেছি
মন শক্ত করে, পর জন্মে একসাথে থাকব দুজন
তোমার বিরহে তাই আজ কাঁদেনি এই মন প্রাণ।