বিকেলকে বৃক্ষের পাশে দাঁড় করিয়ে সকালের শৈশবকে
বললাম — এতো তাড়া কীসের ?
আমার কিশোর শিরায় প্রেমের পালের টান আবহমান ।
দুপুরের গোয়েন্দা ঢেউ , মরা কোটালের
জীবন তল্লাশি করেও খুঁজে পায়নি
সুপ্ত জোয়ারের প্লেটোনিক স্নানের আহ্লাদ ।
কীভাবে কৃপণ হবো , মানসীর মন না ফুরালে !
কীভাবে শুকনো হবো , রোমাঞ্চে রোম না শুকালে !
গোধূলির ধুলোক্ষেতে এখনই যাবো না ।
প্রেমের অক্ষর ফুল যেদিন পাবো না
কুহু কবিতার ডাকে ,
বিরহ বিহীন শেষ পরবাস ছেড়ে
চলে যাবো চার চার রাত্রির কাঁধে ।