আমার শিরা ওঠা ছায়ার দৈর্ঘ্য দীর্ঘতর হয়
সংসারী সম্পর্কের বীজ বেড়ে বহুব্রীহি ব্যূহের ব্যস্ততা ।
তবু আমার বৈঁচি প্রেম পরাগনদীর পালে
তরতর উঠে তিরতির বসন্ত বাতাসের মতো
নাবালক আকাশের তীরে রোমাঞ্চ রোমে ছটফট ।
আনন্দের গন্ধে ফোটে একশো পেখমের খঞ্জনি খৈ ।
বিপরীত স্রোত ব্যাধি বয়ে বয়েও আমার বয়সী
বৃক্ষের মতো বৃদ্ধ হতে পারলাম কই !
এ কোন অ-সুখ দিলে চির যৌবনবতী সত্যবতী
আমার এই শঙ্খলাগা ডিএনএ লেজুড়ে !