হ্যাঁ, একটা ঝড় ছিল বটে,
আয়লা, বুলবুল, উম্পুন কিনা জানি না,
ঝড় ঝড়ের কাজ করেছে,
মাটি থেকে উড়িয়ে নিয়ে গেছে সুদূরে,
আমিও উড়ে গেলাম এক স্বপ্ন-জগতে।
একসময় ঝড় থামল যেমন থামে,
চলেও গেল ঝড় যেমন যায়,
পড়ে রইল যত্রতত্র ধ্বংসাবশেষ।
সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমি একা,
বন্ধুত্বে ও সম্পর্কে একেবারে পূর্ণচ্ছেদ।