বৃষ্টি ভেজা নবমী তিথি
ধুয়ে যায় সিঁদুরে সিঁথি।
নববধূ ভীত সন্ত্রস্ত অম্লান বদনে
ধীরে ধীরে ঘরে ফিরে আনমনে!
মাসেক হলো সে হয়েছে পরিণীতা
আজ কেন হলো সিঁথি বৃষ্টি -সিক্তা?
ধুয়ে গেল সিঁথির টকটকে সিঁদুর
বর তার রয়েছে আজ দূর বহুদূর ।
ভীরু বুকে আশঙ্কা,কি জানি কি হয়
হয়ত কুসংস্কার বৈ তো আর কিছু নয়!
শুধু শুধু মন কেন তবে কু-ডাক গায়–
প্রবাসী স্বামীর তরে বুক করে দুরুদুরু
নয়নের জলে ভেজে বুক, কুঞ্চিত ভুরু।
জগজ্জননীরে করজোড়ে করে শরণ
“মাগো,রক্ষা করো তারে, তোমার সন্তান!”
অন্তর্যামী হাসে অন্তরালে,সময় যে তার হয়েছে শেষ
কোনো উপায় নেই যে আর ,পরমায়ূ তার নিঃশেষ!