আজও তুমি আছো মন জুড়ে,!
বিদ্রোহী কবি, ঝড়তুফানের দামাল মাতামাতিতে তোমার প্রকাশ!
‘অগ্নিবীণায়’ সুর তোলো তুমি ‘ছায়ানটে’র!
সেই সুরে ফুটে ওঠে ”দোলনচাঁপা”॥
”সর্বহারা” বাতাস যেন ”সিন্ধুহিন্দোলে” দোদুল দোলে॥
”সন্ধ্যা”নামে!”ঝিঙেফুলি” সাঁঝ এসে আঁচল পাতে॥
”চক্রবাক” বিচ্ছেদ মেনে উড়ে চলে ”ফণীমনসা” ঝোপে!
”বিষের বাঁশীতে” বেজে ওঠে”ছায়ানট”! পলাতকা ছায়া ফেলে উড়ে যায় ”বুলবুল”॥
তোমার গজলগানে মেতে ওঠে গুলবাগিচা!
সুরের সুরধুনীতে ভেসে যায় দেশ!
লোটোদলের ”দুখু মিঞা” থেকে ‘ধূমকেতু”র ”বিদ্রোহীকবি’,তে রূপান্তর,
এক অনন্ত জীবন সফর॥
জীবন সায়হ্নে মুখর কবি সহসা নীরব হয়ে গেলেন!
কারার লৌহকপাট ভাঙা কবির নীরবতা আর ভাঙলো না॥
বুলবুলি নীরব হয়ে গেল কাব্যের নার্গিস বনে,