বিদ্যাসাগরের প্রতি
হে করুণাসাগর,
তোমার দয়ায় লিখতে পারা মেয়েগুলোর একজন আমি। অতি সাধারণী। তোমার দয়ায় আমরা খিডকি থেকে সিংহ দুয়ার এর বেষ্টনীর আগল ভেঙ্গে বাইরে বের হতে পেরেছি। পেয়েছি মানুষ হবার অধিকার। তোমার দেখানো বিদ্যার আলো আমাদের জীবন পথ কে আলোকিত করেছে।বিধবা বিবাহ আইন আমাদের মানুষ হিসাবে বাঁচার অধিকার দিয়েছে। আমরা হিন্দু মেয়েরা তোমার কাছে চির কৃতজ্ঞ। তোমার মত পুরুষসিংহ তো আর জন্মালো না এ পোড়া দেশে। সিংহের সাহসও বাঙালি মায়ের হৃদয়ের মেলবন্ধন তো তুমি। তোমাকে শত কোটি প্রণাম। আজ একবিংশে এসেও কিন্তু মেয়েরা পূর্ণ স্বাধীন নয়। আবার কুসংস্কার কুশিক্ষা কুরুচির আঁধারে ঢাকতে চলেছে অর্ধেক আকাশ। এখন তোমার মত মানুষের খুব প্রয়োজন।তুমি আবার জন্ম নাও এ বাংলায়। করুণাসাগর হয়ে সিংহ বিক্রমে কুসংস্কার দূর করার আন্দোলনের পুরোধা হও। এ বড় দুঃখের সময় বড় অবক্ষয়ী। হিংসায় পরমত বিদ্বেষে ঘৃণায় জরাজীর্ণ। তুমি আবার এসো অবক্ষয়ী মানব মননে কল্যাণ হস্তের পরশে আমাদের মানুষ করো। করুণাসাগর বিদ্যাসাগর এর কাছে এক সাধারণীর ঐকান্তিক প্রার্থনা এ। নমি নমি চরণে।