শীতল পাটি,শীতল পাটি,
কোথায় তুমি আজ?
শীতল যন্ত্র ঘরে ঘরে,
শোভা পায় আজ।
আতিথিয়তায় ডাবের জল,
আজ কোথাও নাই।
নানান স্বাদের ঠান্ডা পানীয়,
প্রাণ ভরে খাই।
মাটির কুঁজোর ঠান্ডা জল,
আজ মেলাই ভার।
ঠান্ডা যন্ত্রের ঠান্ডা জল
মেটায় পিপাসা সবার।
তালপাতার হাতপাখা,
আজ সামগ্রী উপাচার।
বৈদ্যুতিন পাখাই আজ,
সকলের যেন ভরসার।
খড় শনের চালা উধাও!
কংক্রিটের বাসা সব,
গাছপালা করে নিঃশেষ,
চারিদিকে ত্রাহি ত্রাহি রব।
প্রাকৃতিক জিনিস বিলুপ্ত করে,
যন্ত্রই যেন সব।
অনুভুতিও বিলীন হয়ে,
হচ্ছি যন্ত্র দানব।