বিচারক আসিলেন শাসকের অধীনে।
রাজাদেশ রাখিবেন, আগামীর সুদিনে?
আদর্শ বলি হলো, ঘাস ও ফুলে রক্ত
কাস্তেতে শান নয়! কেন? বোঝা শক্ত!
শত্রুর শিবিরের কানাঘুষা যে সঠিক
দাবার এক বোড়ে তিনি দিকে দিকে ধিক ধিক!
ছাড়িলেন যেই তিনি, নিজ ন্যায়দণ্ড
বেচিয়া দিলেন সাথে স্বীয় মেরুদণ্ড!
একুশে আইন কি সে এসে চব্বিশেতে?
হাওয়া প্রতিকূল আশীবিষের ওই বিষেতে?
খাবি খাওয়া জনগণ ভোটারের রূপেতে
কারচুপি বুঝে কই? মিডিয়াই চুপ এতে!
সকলেই বেয়াকুব, গোশালারই যেন পণ্য
গবাদি পশুরই সম সাজে যে নগন্য!