এখন বেরোনো বারন , বর্ষা পড়ছে ,
চারিদিকে ডেঙ্গু , পটাপট মরছে ।
কর্মযোগী বাস্ত , লার্ভা নিধন চলছে ,
পালাও পালাও ,প্রানে বাঁচো ,দুর্বল বলছে ।
জমা জল সরিয়ে ,নেটে ঢাকো জানলা ,
মশা কর ধ্বংস ,জীবন নয় ফ্যানলা ।
দিকে দিকে বার্তা রটে ,
এসব বানী সত্যি বটে ।
পথের ধারে যারা থাকে –
তারা কি এসব মাথায় রাখে ?
পথে ঘোরা ছোট্ট শিশু ,
দমদমের অনাথ যীশু-
একা থাকে সারাবেলা ,
দিন গিয়ে রাত হল , পেটে তার ক্ষুধার জ্বালা ।
মা রোজ খোলে বসন ,
খদ্দের হেসে করে শোষণ, অভাব তবু যায়না,
লক্ষ্য মশার দংশনেও , উদর ভরানোর ভাবনা ।
বর্ষা পড়ছে , ডেঙ্গু বাড়ছে ,
মশামারা কামান দিগ্বিদিক ছুটছে,
যীশুর মার চোখে জল , ডেঙ্গু হাসছে ,
পালে পালে মশা এসে , যীশুদের খাচ্ছে ।