আন্তর্জালের মোহে পড়ে
মানুষ ব্যস্ত থাকে,
চারপাশে কি ঘটছে তাতে
খবরটা না রাখে।
বন্যাজলে দেশটা ভাসে
ইন্টারনেটে দেখে,
মানবতা জাগে নাকো
দয়া মায়া মেখে।
ঘরে দোরে বানের জলে
ভাসছে পড়শি বাড়ি,
জঠর জ্বালায় কাতর হয়ে
কাঁদছে শিশু নারী।
ইন্টারনেটে কেউ বা কেনে
কসমেটিকস্ আর শাড়ি,
দেখছে নাতো বানভাসি দের
দুঃখ কাঁড়ি কাঁড়ি।
মানুষ হয়ে মানুষ যদি
মানুষ কে না দেখে,
ভবিষ্যতের প্রজন্মটা
তাহলে কি শেখে?
বর্তমানের চালচিত্রে যে
দুঃখ লাগে মনে,
কবে মানুষ ফিরবে হুশে
মনুষ্যত্বের সনে।