এসেছে বলেই স্বাদ সমূহ নিও না ,
আদেখলাপনা পানে ব্যথা পায় প্রকৃত পাথর ।
দুর্লভ আনন্দের শবরী শরীর
অহেতুক নেড়ে ঘেঁটে অশুচি করো না ।
বরং জিয়োনো থাক
আগামীর টলোমলো জলবায়ু শ্বাসে ,
যেমতো হাওয়ার সাধ বেঁচে থাকে কাঁচা মাস্তুলে ।
কিছু লালা উশখুশ বয়ে যাক পরিবাহী ফলে
কিছু নাল পুষে চলো অতলের নালে ।