রোজ মাথা যন্ত্রণা করে
নিঃশ্বাসে টেনে নিই দুশ্চিন্তা
জলের সঙ্গে ব্যাকুলতা
রোজ মাথা যন্ত্রণা করে
ঠিকও হয়ে যায়।
বাবার জুতোর ক্ষত স্পষ্ট হয়ে ওঠে আমার শ্রীলেদার্সে, খোঁজ রেখেছি
মাজরা ধরছে ধানে।
বিকট লাগে গানের আওয়াজ
সবজি দিয়ে সংসার করে ভাত
মাটি জমে আসে নখে
ক’দিন হয়ে গেলো, মাথা যন্ত্রণা কমেনা।
স্যারিডন, ডাইক্লোউইন সাজানো তাকে
মাথা যন্ত্রণা কমেনা। তারপর-
তারপর, অদ্ভুত বিরক্তিতে বিশ্বাস করতে হয়
মা নেই বাড়িতে।