মাটির বুকে লেখা বঞ্চনার ইতিহাস ।
এরা কাঙ্গাল বঞ্চিত বারো মাস ।
এদের সেই কান্নার ইতিহাসগুলো ,
আজও অবহেলিত, পৃষ্ঠায় জমেছে ধুলো ।
ব্যক্তি কিছু সহৃদয় চেষ্টা করেছিল ।
কিন্তু তারাও ব্যর্থ হয়ে বিদায় নিল ।
এক শ্রেণী বসে রাজার আসনে, ব্যস্ত মিথ্যা ভাষনে ।
আরেক শ্রেণী দীর্ঘশ্বাসে আছে বেঁচে , স্বৈরাচারী শাসনে ।
অর্থের নিরিখে মানুষ আজ দ্বিখন্ডিত ।
ইতিহাসেও এই দশা আছে বর্ণিত ।
রাজা প্রজা ভেদাভেদ ,
গরিবের নাই জেদ ।
রাজার জন্যই সুখ সব গচ্ছিত ।
প্রজা হয়ে জন্ম মানে, দুঃখ অবধারিত ।
রাজ দরবার হতে কাঙাল, চিরকালই বিতাড়িত ।
এদের মৃত্যুটাও হয় অতি সাধারণভাবে ।
কোন এক প্রভাতে, পথের ধারেই প্রাণটা হারাবে ।