মানুষ তোমরা বলো সবে
হুঁশ বুদ্ধিতে জাগবে কবে,
ফুলের যতন করলে তবে,
মানুষ নামের সুনাম রবে।
গাছের ফুল বা শিশু ফুলে
যত্ন করা চাই যে মূলে,
লালন করতে নাও না তুলে
লোভ লালসা সকল ভুলে।
শাখে বসে পাখি ডাকে
মন খুশি হয় দেখে তাকে,
ফুলের শোভা গাছের শাখে,
শিশু ফুল থাক্ মায়ের কাঁখে।
মধু পাবে ফুলের থেকে
অলি বসলে সোহাগ মেখে,
জল সার টা রোজ দিও দেখে
জ্ঞানীর থেকে নাও না শেখে।
কুসুম বাগে ফুলের রাশি
দেখে খুশি ধরা বাসী,
শিশুফুলে দেখলে হাসি
মুগ্ধতায় মন যায় যে ভাসি।