ভেসে থাকার জন্য কত জনকে,
কত কিছুই না করতে হয় আজকাল!
এই বুঝি আচমকা ফুরিয়ে যাবার ভয়,
পিছু ধাওয়া করে চলে সংশয়!
কৃত্রিম ব্যস্ততা তৈরিতে প্রতিদিনের সাজ,
মুখ বেঁকিয়ে সেলফি ঝড় পোস্ট, ট্যাগ
জাঁকিয়ে বসে হারিয়ে যাচ্ছে শূন্যতা!
আধুনিকতার এ এক মস্ত বড়ো বিপর্যয়।
অথচ ওই বাড়ির দাদুর সেবার যখন,
না চাইতেই পক্ষাঘাতে মুখ বেঁকে গেলো,
মানুষটা সারাদিন বারান্দাতে বসে থাকতো
নিরুপায় হয়ে সুদিন আসবে না জেনেও!
সংসার ও কর্মস্থল সামলানো মেয়েটা,
কোন রকমে নাকে মুখে দুটি অন্ন খেয়ে দৌড়,
বাড়ি ফিরে সন্তানের পড়াশোনা,দায়িত্বের বোঝা!
জীবন থেকে বিশ্রাম শব্দটা কখন যে তার ফুরুৎ,
তবুও এর মধ্যে বেঁচে থাকার অদ্ভুত এক আনন্দ ।
আজকাল নিজের পায়ে দাঁড়িয়ে কিছু না করলে,
আইডেন্টি ক্রাইসিসের মস্ত রোগের থাবা!
তাবলে ভেসে থাকার,প্রকাশ ভঙ্গির উত্তাল স্রোতে
চলো কিছুতো করি,জেগে থাকি,জাগিয়ে রাখি
ভাবনায় রিল,সেলফি ঝড়ে নিজেকে বাহবা,
আদতে ফুরিয়ে যাওয়ার আধুনিক দিক নির্দেশ!,