রমেন বাবুর ছোট্ট মেয়ে বয়স বছর সাত
সাঁতার শেখে, নৃত্য করে, আঁকায় পাকা হাত।
পড়াশোনায় মন্দ তো নয় সব বিষয়ে পাশ
রমেন বাবু দুখী তবু মেটেই না তার আশ।
সকাল বিকেল কেবল চেঁচান হতেই হবে ফার্স্ট
ছোট্ট মেয়ের চিবুক ভেজে চোখের জলে জাস্ট।
সাঁতারে সে স্টেট লেভেলে, দশটা মেডেল গোল্ড
দাবা খেলায় চ্যাম্পিয়ন সে, জোনাল রেকর্ড হোল্ড।
আবৃত্তিটা দারুণ করে সবাই অবাক হয়
দারুণ সাহস, সোনার মেয়ে সব মানুষে কয়।
মেয়ে যখন মেডেল আনে খুশি ভরা মন
মায়ের মুখে মধুর হাসি, নাড়িছেঁড়া ধন।
রমেন বাবু খুশি তো নয় আরো অনেক চান
ছোট্ট মেয়ে কেঁদে ফেরে মুখটা করে ম্লান।
রাস্তা বাড়ি সবখানেতে অনুরণন হয়
চমকে ওঠে সোনার মেয়ে দারুণ একটা ভয়।
সব বিষয়ে সেরা সে যে পড়াশুনায় নয়
বাবার জন্য ভয়ে মরে, সব আনন্দের লয়।
রমেন বাবু কেবল বলেন খেলে হবে ছাই
পড়াশোনায় সবার আগে ফার্স্ট হওয়া চাই।