কবে কোন পাহাড়ের ঢালে
আপশোস রেখেছিলে তুলে ,
সুখী সুখী বৃষ্টিতে গ’লে
তুমি মেঘ যাওনি কি ভুলে !
মুকুলেরা সব ফল পেলে
ভেঙে যেতো শেকড়ের ডানা ,
প্রতি রাত কোজাগরী হলে
বিস্ময় কেটে হতো ছানা !
জীবনেরা দুকূল ভাসালে
কোথা যেতো পৃথিবীর ক্ষেত ?
তাই বুঝি প্রকৃতির বরে
ফাঁকে ফাঁকে হই অনিকেত ।
জ্ঞানপাপী তুমি আমি তুমি
জানি যত মানাতে কি পারি !
যতটুকু পেয়েছি তা বাসি
বাকি বোধে জেগো শুকসারী ।