তুমিই আমার সোনার তরী ,তুমিই আমার গান,
তুমিই আমার ব্যাকুল চাওয়া,তুমিই আমার মান।
তোমার জন্যই স্বপ্ন দেখি,তুমিই আমার প্রাণ
প্রখর গ্রীষ্মে মনের মধ্যে স্রোতস্বিনী বান।
পলাশ শিমুল রঙীন আজি রক্ত ঝরায় লাল
চৈতি ফুলের আবেশ আজি প্রেমের স্বপ্ন ঢাল।
দোয়েল ফিঙে গাইছে সবে কোন্ সে প্রেমের গান
দুপুর বেলা রোদের পালা প্রেমে আসে বান।
রাতের বেলা রাত পাখিরা ডেকে ডেকে যায়
প্রেম দরিয়ায় বান লেগেছে দুকূল ভাসায় হায়।
লাল পলাশের মালা গলে মধুর আবেশ পায়
রাঙা ফুলের সুবাস এমন প্রাণটা ভরে যায়।
নিশুত রাতে আকাশ যথা জ্যোৎস্নাতে হয় মাত
আমার হৃদয় ভরবে সুখে, যদি তুমি দাও সাথ।
প্রেমের আগুন জ্বালায় ফাগুন ফল্গু ধারা বয়
খুশির ছন্দে মনটা আমার সকল কষ্টের লয়।।