সার্কাসের তারের উপর দিয়ে যখন হাঁটি,
তখন শুধু তোর কথাই মনে পড়ে সুদেষ্ণা!
তুই কি আমার ব্যালেন্সের সেই ছাতা?
একটা আতঙ্ক জুড়ে থাকে সব সময়,
অনেক দূরে থাকিস তুই!
শুধু স্মৃতচারণ আর কাতরতা!
মাঝে মাঝেই তোর মনের কথা
আমায় প্রেমাসক্ত করে!
কোথা থেকে যেন এক প্রজাপতি
উরে এসে ঢুকে পড়ে বুকের ভিতর,
চারপাশটা কেমন যেন একটা
দুঃখের বৃত্ত তৈরি করে!
উদাসী মন যখন ভাটিয়ালি সুর তোলে,
স্বপ্ন আলিঙ্গনে ধরা দি তোর কাছে!
ঠিক তখনই তীব্র আতঙ্ক আমাকে
ছিন্নভিন্ন করে !
কতকাল দেখিনি তোকে কথা হয় নি
কবে আসবে সেই মুহূর্ত সুদেষ্ণা?