আমার দিন রাত কেড়ে নিয়ে
একবার কার্নিশের ধারে
দাঁড় করিয়ে রেখেছিস সুদেষ্ণা!
যখন তখন মেঘ,বৃষ্টি,ঝড়
আমাকে ভাসাতে পারে
ডোবাতে পারে!
যন্ত্রণার থেকেও তীব্র এক
অনুভূতি আমাকে বিদ্ধ করে!
সবাইতো সবার মতো বাঁচে,
সবাই নিজের কথা কি অসম্ভব
আত্মবিশ্বাসে টেবিল চাপড়ে বলে!
আর আমি দিনরাত সেই কার্নিশের
ধারে দাঁড়িয়ে শুধু তোর কথাই ভবি..
ডুবতে পারি ভাসতে পারি জেনেও
তোর অলৌকিক নূপুরের শব্দ শুনি !
নিঃশব্দ প্রতীক্ষায় থাকি!
অলৌকিক নূপুর পায়ে
বাউলের একতারার সুরে,
যদি আসিস সুদেষ্ণা
এই নিঃশব্দ মেঘলা দুপুরে!