কপাট পাশে থাকুক জমা নষ্ট সময়
বিষাদ ভোলার রিক্ত ক্ষণে যা অপচয়।
যে অন্ধকার সকল ক্ষণে বিকায় আলো
ক্ষণিক আলোর চেয়েও তেমন আঁধার ভালো।
দ্বন্দ্ব খেলায় ছন্দ হারায় পথ ভোলা প্রাণ
ঝাড়বাতির ঐ তপ্ত আলোয় বিদগ্ধ ঘ্রাণ।
জল রেখার আবছা আলাপ নিদাঘ বেলায়
দূর অজানায় যায় মিলিয়ে অবহেলায়..!
লক্ষ ধুলো কল্প মায়ার যে আবাসে
তুলোর ভ্রমে ধুলোর আদর ক্ষত পাশে।
সাধের খাচায় ছিন্ন পালক জড় ঘুমে
স্মৃতির প্রাচীর শব্দ পরশ নিত্য চুমে।
সাদা কালোর অলিন্দেতে অমিল হরফ
ফাগুন ঝরা ধূসর বনে জমছে বরফ।
মরীচিকায় ছল রচে যে মায়াবী আলো
তেমন আলোর চেয়েও ভালো শুদ্ধ কালো!