রূপসী বাংলা তোমার কাব্যে
মুগ্ধ পরাণ কাড়া,
সাঁঝের আকাশে ধবল বকের
নীড়ে ফিরে যেতে তাড়া।
সবুজ শ্যামল বাংলার মাঠ
সোনালী ফসলে ভরা,
কিচিরমিচির কলরবে পাখি
শষ্যকণা মুখে ত্বরা।
ধান সিঁড়ি নদী টেনেছে তোমাকে
গভীর আবেগ মেখে,
শঙ্খচিলের বেশেতে আসবে
বলেছো কাব্যে লেখে।
প্রকৃতি প্রেমিক জীবনানন্দ
বাংলা মায়ের ছেলে,
আসবেই ফিরে জনমে জনমে
স্বর্গ- সুখ ফেলে।
বাংলার মাটি ,ফুল লতা পাখি
এঁকেছো কতো না ছবি,
চির ভাস্বর রূপসী বাংলা
তোমার কাব্যে সবি।
নাটোরের সেই বনলতা সেন
কাব্যে অমর হলো,
তোমার তুলনা তুমি ছাড়া কবি
কেবা আছে আর বলো?
ফিরে এসো কবি জীবনানন্দ
শঙ্খচিল বা শালিকের বেশে,
মানব হৃদয়ে রবে অমলিন
কাব্য কথার রেশে।