বৃক্ষছেদন নগরায়ণ
চলছে কেমন পৃথ্বী জুড়ে,
সূর্যের প্রকোপ ধরার বুকে
প্রকৃতি এক রোষে মুড়ে।
কোথাও খরা কোথাও বন্যা
প্রকৃতির এক নিঠুর খেলা,
ভাসছে নদী ভাসছে গঞ্জ
গোরু বাছুর ভাসে মেলা।
চাষি কাঁদে জোরে জোরে
ফুটিফাটা মাটি দেখে,
বৃষ্টির অভাব দেশের মাঠ
খরার প্রকোপ যায় যে রেখে।
হিমবাহ ওই গলছে ক্রমে
ধস নামে যে পাহাড় বেয়ে,
জলের তোড়ে ডুবছে শহর
ত্রাণের আশায় রয় সব চেয়ে।
পাল্টে যাচ্ছে মরশুম অতি
উষ্ণায়নের পথে ভেসে,
বন্যা কোথাও খরা কোথাও
খেয়াল খুশি ধরে হেসে।
বৃক্ষরোপণ সমাধানে
চারা রোপণ কর তবে,
জমি জলা গাছে ভরো
সবুজায়ন করতে ভবে।