দেড়তলা বাড়ি। অখন্ড চিলেকোঠা। দিনের বেলা স্বর্গ, রাতে নরক
দরজায় লেখা ছিল, মৃত্যু মানুষের ঔদ্ধত্য
ঠিকভুল বোঝার আগে অবধি আমি ওখানেই ছিলাম
আরেকটু অবুঝ হয়ে উঠতেই এক ছুটে পালিয়ে এসেছি ওখান থেকে
ভালোবাসা পাপ, আত্মহত্যা পাপ, প্রশ্ন করাও
এই জন্মে কোনো পাপ করিনি আমি।
কখনো তাড়িয়ে দিইনি কালো বেড়াল, রাজনীতি করিনি, চাকরি কিনিনি
এই জন্মে সত্যি কোনো পাপ করিনি আমি
শুধু নিজেকে ভালোবাসা ছাড়া।
চিন্তা হয়। গত জন্মের পাপ ঝুলে আছে মাথায়
ঈশ্বর ছিলনা যে বিচার করবে
ঈশ্বর নেই আজও
আপাতত কাউকে একটা ভালোবেসে এজন্মের পাপ ধুয়ে মুছে দিয়ে
চলে যাবো। চলে যাবো
আমার ঔদ্ধত্যের দিকে
আমি আর আমার গতজন্মের পাপ।