ভালোবাসা মনে আশা রাখে বড়
স্বার্থ এসে জোটে মাঝে,
টানাটানি বোঝাপড়া আসে কত
সকাল বিকাল সাঁঝে।
স্বরূপ কেমন ভালোবাসা তোর
দাঁড়িপাল্লা দিয়ে দেখি;
ভারীর দিকেতেই যে আছি আমি
মাপা হলে বলেএকি !
রূপ রস গন্ধে ভরা ভালোবাসা
কষ্টসাধ্য তাকে পেতে,
যৌবনের সাথ বৃথা সঙ্গ দোষে
ব্যাভিচারে নষ্টে মেতে।
বুদ্ধি ফিরে করে শুধু হায় হায়
কর্তব্যতে শূন্যে ভরা,
অপচয় ভালোবাসা মরে ত্রাসে
জপ মালা হাতে ধরা।
প্রেমের ঠাকুর নাথ! ক্ষমা করো
বিষয় যে সর্বনাশা,
তোমার নামের মাঝে ভালোবাসা
পার হবো মনে আশা।