ফিরিয়ে দিতেও পারছিস না , কাছে রাখতেও ভয়
জলের ভিতে নড়ছে আগুন , তাই কি এ সংশয় ?
সংশয়ই তো মানব রক্তে আবহমান কাল
আনছে বিষাদ , লজ্জা কিসের ? সৃজন বীজে পাল ।
আগুন পুড়েই সোহাগ সোনা , আগুন নেভায় খিদে
আগুন পেয়েও ছাড়িস্ যদি কে জ্বালাবে সম্বিধে ?
টানছি বলেই জানলি গোপন আনন্দ সংবাদ
তোর চাওয়াতেও থাকতে পারে অসাংসারিক স্বাদ ।
চাইছি ভীড়ের চাতাল চুঁয়ে নির্জনে তোর মন
মহান সময় , সঠিক রেখো সমান আকর্ষণ ।
নিমগ্ন দূর কাছের থেকেও আরো নিকট জোঁক
পাচ্ছি পাবো’র ইচ্ছেডানায় উড়ান থিতু হোক ।