মানুষ ভালোবাসলো, কিন্তু বিশ্বাস করলো না ভালোবাসায়।
ভয়, হারানোর ভয় হারিয়ে দিলো বিশ্বাসকে।
ভালোবাসার মানে আগলে রাখা; বদলে হল অনুশাসন।
তাই মানুষ ভালোবাসলো পাখিকে,
পাখিকে ভালোবেসে মানুষ বানালো লোহার খাঁচা,
তবু পাখিটার জন্য একটা গাছ লাগালো না।
মানুষ ভালোবাসলো, কিন্তু বিশ্বাস করলো না ভালোবাসায়।
ভয়, হারানোর ভয় হারিয়ে দিলো বিশ্বাসকে।
ভালোবাসার মানে আগলে রাখা; বদলে হল অনুশাসন।
তাই মানুষ ভালোবাসলো পাখিকে,
পাখিকে ভালোবেসে মানুষ বানালো লোহার খাঁচা,
তবু পাখিটার জন্য একটা গাছ লাগালো না।