জানো অনিরুদ্ধ, কখনো তোমার
মনের মতো হতে পারিনি !
শুধু ভেসে বেরিয়েছি পরজীবী হয়ে ।
কিন্তু অনুভূতিগুলো?সেগুলো যে
ভীষণ জেদী আর নাছোড়বান্দা !
ঠিক অনেকটা জিওল মাছের মতো ।
মরণ নেই । আছে শুধু পরিবর্তনশীলতা ।
কতবার রং বদলেছে সময়ের হাতছানিতে ।
ছায়াপথ ধরে কেবলই পিছুটান ,
রংহীন হয়ে যাওয়া ফিকে ক্যানভাসে ,
গুমরে কাদে কত প্রতিচ্ছবি নীরব আর্তনাদে ।
বারংবার নতজানু করেছে তোমার পৌরুষ ;
কখনো প্রচন্ড উদ্দামতায় আবার কখনো বা
সুচারু নিখাদ অবহেলায় ।
কত সাইক্লোন দাপিয়ে বেড়ায় বুকের মজ্জা জুড়ে ,
ছারে খারে যায় সাজানো আবেগ মিথ্যে দাবানলে।
একদিন জানি থেমে যাবে ঝড় হবে শান্ত কোলাহল
নিষ্প্রাণ দেহে প্রাণটুকু রবে মুছে সব হাহাকার ।