এ পথ চলে গেছে অনেক দূরে
জানি না এর শেষ কোথায় !
এক প্রান্তে দাঁড়িয়ে অনিশ্চিত অপেক্ষা
হয়তো কখনো,
ঐ শেষ প্রান্ত এসে মিলিত হবে একসঙ্গে।
ওরা জানে, শুরু আর শেষ কখনো মিলিত হতে পারে না,
তবু অপেক্ষা !
কখন কোন্ প্রান্তে বারিধারা ঝরেছিল
কেউ খবর রাখে না।
তবু ওরা একই সাথে দেখেছে আকাশের কান্না,
সিক্ত হয়েছেও একসাথে।
ওরা জানতে পারে না এতে কে কতটা তৃপ্ত হতে পেরেছে।
যখন প্রকৃতি প্রবল ঝড়ের তান্ডব চালায়
ওরা একসাথে ক্ষত বিক্ষত হয়।
শুধু জানতে পারে না কার ক্ষত কতটা গভীর !
পৃথিবীটা তো গোল।
তবু কেন এ পথের দুই প্রান্ত কখনো মিলিত হতে পারে না !