বইয়ের মেলা চলছে এখন
সবাই যাচ্ছে ছুটে,
নেড়ে চেড়ে দেখছে সবাই
বাচ্চা বুড়ো জুটে।
বাউল গানের আসর হচ্ছে
শুনছে সবাই মিলে,
মুড়ি ঠোঙ্গা হাতে নিয়ে
খাচ্ছে কেমন গিলে।
সারি সারি বইএর তাকে
কবিদের বই ভরা,
বিক্রি বাট্টা হচ্ছে যে কম
হাতে নিয়ে ধরা।
নামী দামী সব কবিদের
বইয়ে আছে ঠাসা,
আমার পুস্তক কিনবে সবাই
মনে আছে আশা।
কেনার ইচ্ছে করতে হবে
পড়ো যত্ন করে,
কত সুন্দর লেখা পাবে
পড়ো যত্ন ধরে।