ভোরের প্রথম সূর্য কিরণ গায়ে মেখে
সেদিন যখন তুমি বলেছিলে-
কথা দিলাম;
সেদিন পৃথিবীর সব রঙ
ধরা দিয়েছিল রঙিন প্রজাপতির হয়ে,
নীল আকাশের সীমানায়,,,।
সেদিন, বিশ্বাস করো, সেদিন বুঝিনি!
প্রদীপের নিচেই লুকোনো আছে
গাঢ় অন্ধকার!
সেদিন বুঝি নি
কেউ কথা রাখে না।
আমার চেতনার সব রং ধূসর হতে হতে
যখন প্রায় মলিন,
ঠিক তখন;
একটা নীল রঙ ডেকে বলল-
আকাশের দিকে চেয়ে দেখো;
সেখানে একটাই রং।
সব বিষ পান করে
তুমিও আমার মতো
নীলকন্ঠ হয়ে যাও।