মনের ভেতরে জন্ম নেওয়া যত আয়োজন
সহজেই হবে সব বিসর্জন;
জীবনের বর্ণমালায় মিছে সব কল্পনা
পথ হাঁটে পথের ছন্দে; আমি মরি দ্বন্দ্বে
প্রকৃত প্রকৃতি ঢেকে যায় স্বার্থের গন্ধে।
অতীতের ফেলে আসা স্মৃতিচারণ
সুখ এনেছিল আমরণ,
আকস্মিক দেব ঝাঁপ সাগরে
এই মানব জনম ছিল যে শুধু অকারণ।
এই মহাকাশ; এই পরিমণ্ডল
আমাকে ছুঁড়ে ফেলে মৃত্যুর কিনারে;
প্রত্যাবর্তন, সমাবর্তন বা কোন আকর্ষণীয় সম্ভাষণ প্রত্যাখ্যান করেছিল আমারে,
বিষাদময় ঋতুচক্রের সবখানে যেন আমি;
প্রলয়ের ধ্বংসস্তূপের ভষ্মিভূত স্থলে নিলয়ের বৃথা বাণী
সেওতো আমি।