বিক্ষত হলে আঘাতে আঘাতে
আঁচলে বাঁধলে প্রেম,
বর্ণমিছিলে দুর্গের কোলাহল,
চোখের কালোয় সর্বনাশের মেঘ।
হাতের মুঠোয় নির্জন হীরা জ্বাললে–;
তোমার আমার ভালোবাসা তাই জমলো।
সাদা গঙুষে
জাগালে অশ্বক্ষুর,
খোঁপায় ফুটল
বিপ্লবী অংকুর।
বুকের শিল্পে রবিশস্যের গান,
কটির ধনুতে শত্রুনিধন বাণ।
বিক্ষত হলে আঘাতে আঘাতে
অঙ্গে মাখালে জ্যোতি,
অন্নহীনের বন্য-প্রতিশ্রুতি।
মোহন কাঁচুলি ঢাকল যখন শব,
তখনই কেবল তোমার আমার
ভালোবাসা সম্ভব।