মানুষের অস্তিত্বই জীবনে জলতরঙ্গ সৃষ্টি করে
তোমাকে যে ভালোবাসি, যে নদীর মতো
ভালোবাসা তোমাকে দিয়েছি,
তাকে আমি কি ফিরিয়ে নিতে পারি?
ফিরিয়ে নেবো বলে তো ভালোবাসিনি,
ভালোবাসার জন্যেই ভালোবেসেছি!
তেমন কিছু পাবার জন্য তো ভালোবাসিনি
শুধু তোমার আত্মাকে স্পর্শ করতে চেয়েছি!
তুমি দুঃখ পেলে সেটাতো আমার কাছেও বেদনাদায়ক!
অনেক দূরে আছো তুমি…
তোমার কাছাকাছি থাকবো এমন বাসনাও নেই!
শুধু ভাবতে আমার ভালো লাগে –
তোমার অস্তিত্ব জুড়ে একটু ধূপের গন্ধের মত সংগোপনে রয়েছি আমি!
তুমি আছো আমার বিরহে, আমার মিলনে,
আমার অন্তরঙ্গ সব মুহূর্তে,
আছো আমার সব অস্তিত্ব জুড়ে!
শুধু এটাই মাঝে মাঝে বুঝেতে পারিনা,
তোমার মধ্যে আমার আবাস আছে কি না!
আর কাকেই বা বলতে পারি এই সব প্রলাপ!
তাই তোমাকেই বলতে ইচ্ছে করে,
কারণ শেষ পর্যন্ত তুমিই এসে বসে
থাকো আমার শিয়রে!