ঘুমের ভেতর আরো কত ঘুম -বৃথা
পথের ভেতর মৃত জীবিত পথ
পা দুটো থামে,
হিংসে করে মাথা !
এখন রোদের শেষে হলুদ হয় পাতা
পাখির ডানা থেকে খসে পড়ে স্মৃতি ধুলো
চোখ খাঁচা তে থেকেও আকাশ ছুঁয়ে যায়
-এই তো অসুখ !
সব পেয়েছি গুলো মুখ থুবড়ে পড়লে
সাদা পাতা পেন -হার্ট এর জেরক্স কপি
তবু এ যাপন বড্ড অদ্ভুত
ক্ষত দের অক্ষত দেহ
আর কি ভীষণ যন্ত্রনা,
ভেতরের ওই ডাল পালা গুলো ঝড় থামাক
ঘুমোতে চাই !
খোঁজা বাকি আছে অশেষ চাবি