রাতটা একান্ত নিজস্ব,
সারাটা দিন সবার জন্য দিলেও,
রাতটা পারি না দিতে।
রাত যতই অন্ধকার হোক!
সেই রাতের আঁধার কাটাতেই-
আকাশে উদয় হয় চাঁদের,
সারাদিনের সমস্ত গ্লানি ক্লেশ;
চাঁদের আলোয় হয়ে যায় নিঃশেষ।
রাতটা একান্ত নিজস্ব,
নিজের সাথে বোঝাপড়া-
সারাদিনের হিসেব-নিকেশ;
কখনো মেলে কখনো অমিল,
তাইতো জীবন আজও গতিশীল-
অমিল অংকটাকে মেলাবার তরে।
রাতটা একান্ত নিজস্ব,
একটা রাত সম্পূর্ণ নিজের মতো করে বাঁচা-
যেখানে কেউ মারবে না ছুরি তোমার পিঠপিছে,
না হবে কোন আকচা আকচি;
রাত আর আমি — দুজন দুজনের জন্য সদা উন্মুখ।
অমাবস্যা বা পূর্ণিমা, যাই হোক না কেন,
রাত ও আমি একে অন্যের পরিপূরক।
রাতটা একান্ত নিজস্ব,
নিজের সাথে খোলামেলা আলোচনা,
চাওয়া আর পাওয়ার হিসেব-নিকেশ,
না পাওয়ার যন্ত্রণায় কেঁদে চলা-
মন হালকা করার একান্ত নিজস্ব;
একটি রাতের তাইতো খুব প্রয়োজন।।