বুঝিনি সে কখন এসে
মনে আমার দিল দোলা
ঢুকেছিল সে নিঃশব্দে মন জানলায়
হৃদয়ে ছিল সে জানলা যে খোলা।
ভাবিনি কখনো এভাবে কেউ আসবে
শব্দমালার জুটিতে সে মনকে বাঁধবে।
ছিল যে মনে চাপা আগুণ
দিয়ে তাতে মৃদু বাতাস জ্বালালো দ্বিগুণ।
শক্ত করে হাতটি ধরে আপন করে নিলে
মনের ভিতরে দীপশিখা দিল জ্বেলে।
মরীচিকায় যে পথটি ছিল ঢাকা
ফুল দিয়ে আজ সাজিয়ে তাকে রাখা।
আছি দূরে তবু মনে থাকি কাছাকাছি
আমরা দুজনে দুজনের তরে বাঁচি।
আসেনি তো সে কখনও কাছে
মনে মনে চন্দ্রকলা সে ভেবেছে।