প্রথম পুরুষ ওষ্ঠ ছুঁলো ,
নিটোল বুকে লিখলো নাম ;
এলো চুলে ভিজলে শাড়ি ,
শরীর জুড়ে খুঁজলো কাম ।
তারপরেতে যে জন এলো ,
পুরুষ মানুষ একখানা ;
কোচিং ফেরত সন্ধ্যে রাতে ,
শিশ্ন খোঁজে আস্তানা ।
তারপরেতে বাজলো সানাই ,
যৌনপীড়ন আইনমাফিক ;
খামচে ধরা স্তনের পাশে ,
হৃদয় কেবল দিচ্ছে ধিক ।
নারী মানেই একটা শরীর !
যন্ত্র ছাড়া কিচ্ছু না ;
ও মেয়ে তোর মনের খবর ,
কেউ কখনো রাখলো না !
ও মেয়ে তোর মনের খবর ,
কেউ কখনো রাখলো না !