হাড় হিম শীত কুয়াশার ধুসর আলোর
বিষণ্ণতার রঙে
এক প্রস্থ সকাল আঁকতে আঁকতে
বিস্ময়ে ফিরে তাকাই
আর মনখারাপ মুহূর্তগুলো ছুটতে ছুটতে
আমার ঠোঁটে এসে অক্ষর হয়ে ফুটে ওঠে
সমস্ত পূর্বরাগগুলো দিয়ে তখন
আমি কবিতা লিখি আর নিজেকে ভাবি
আমি যেন এক নামহীন দূর দেশে
নিরুদ্দেশ হয়ে থাকা এক নামহীন কবি
যে ভিড়ের ভিতরে থেকেও একাকী ভাবে নিজেকে
প্রতিদ্বন্দ্বিতার আঁচড়ে আহত হয়
নিভৃত হয় আরও নিজের ভিতর
এবং কবিতার অক্ষর বুকে নিয়েই সে
জেগে থাকে একা একাই নিরীহ নির্জনে ।